
Sarbabhuteshu (সর্বভূতেষু)
এ কাহিনী-কবিতারা কেবলমাত্র গ্রাম-নগর-মহানগরের নয়; নিশুতি রাতের গহীন অরণ্যেরও। সেখানে ভাঙা সাইকেল,গরুর গাড়িতে রাত্রি অভিযান,রহস্যে ঘেরা খুন,নিষ্ঠুর সামাজিক বর্বরতা,অতৃপ্ত আত্মার প্রতিশোধ, সুতীব্র ডাকাতিয়া চিৎকার,রুষ্ট দেবীর রুদ্রমূর্তি আর পুনর্জন্মের উদ্বেগের সঙ্গে মিশে আছে অফুরান প্রেমের অপার স্নিগ্ধতা।এদের সাথে সমাজ বদলানোর শপথ নেওয়া বিপ্লবীরা কখন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।এক অন্য স্বাধীনতার লড়াইয়ে অকস্মাৎ ঝরে যায় প্রজন্মের কান্ডারি, বদলে যায় আশপাশ, প্রতিবেশ.........
Share on:
Cart
Total Amount:
₹0.00
Your cart is empty!
Looks like you haven't made your menu yet.